নতুন কর ছাড়াই সিসিকের ৭৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কোনো করারোপ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরের ৭৪৩কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ঘোষিত বাজেটে প্রতিবারের মতো এবারও আয় এবং ব্যয় সমান দেখানো হয়েছে। এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হল- হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৬০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনঃ নির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লক্ষ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোট ২৫ লাখ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ১ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় ১ কোটি ২০ লাখ টাকা। আর বাজেটে রাজস্ব খাতে মোট ৭৯ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ বাবদ ১৫ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন প্রকল্প মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা, সরকারি অন্যান্য মঞ্জুরি বাবদ ১৫ কোটি ৬০ লক্ষ টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ১০৮ কোটি টাকা, ভারতীয় অনুদানের সিলেট সিটি করপোরেশনের উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিটি করপোরেশন এলাকায় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ৫ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য আধুনিক যান যন্ত্রপাতি ক্রয় ৪৫ কোটি ৪৫ লক্ষ টাকা, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পে ৮০ কোটি টাকা, নগর ভবন উদ্ধৃমুখী সম্প্রসারণ প্রকল্পে ১০ কোটি টাকা, সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা, ড্রেন ও ফুটপাথ নির্মাণ প্রকল্পে ২০কোটি টাকা, দক্ষিণ সুরমা জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, করোনা মহামারির ধাক্কা সামলে উঠে এবারের বাজেট বাস্তবায়ন অনেক কঠিন, তবে অসম্ভব নয়। এই বাজেট বাস্তবায়নে বিগত দিনের মতো সরকার এবং দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের জনগণের সহযোগিতা পাব-এ বিশ্বাস আমার আছে।