দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম বা শহরের মানুষ সহজভাবে ব্যাংকিং সেবা পেয়ে থাকে। তিনি সবাইকে এই এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গড়ার আহ্বান জানান। প্রান্তিত পর্যায়ের গ্রাহকরা এর মাধ্যমে উন্নত সেবা পাবেন। ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার শাখার প্রধান ও এফ.এ.ভি.পি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত নাজির বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মো. আব্দুল খালিক। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাকিং কার্যক্রমের উপর আলোকপাত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোন এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জালাল উদ্দিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন হাফছা ট্রেডার্সের প্রোপ্রাইটার রেহা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজারে বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান শহীদ। এতে মোনাজাত পরিচালনা করেন নাজিরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহাব। নাজির বাজারে বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন নাজির বাজার বনিক সমিতির সাধারণ আব্দুল আউয়াল টিপু, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন রাহিম, যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান শামীম, শামসুর রহমান সোবা, দিলোয়ার হোসেন, ফয়জুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, মো. আবু তালেব, মো. হাবিবুর রহমান হাবিব, হলি বেগম, রোমানা ইয়াছমিন, সেলিনা বেগম, জিল্লুল আজাদ, ইমরান আহমদ, নুরুল আলম বাবেল, বাপন দাস, মামুন আহমেদ, মেহজাবিন রহমান হাফছা, আবু সায়েম প্রমুখ।
মন্তব্য