সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরিফুল হাসান শিশির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সার্জেন্ট শরিফুল হাসান দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, সার্জেন্ট শরিফুলের মৃত্যুর খবর পেয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য