বানোয়াট অভিযোগ, ফেঁসে যেতে পারেন পায়েল

ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ ও মাদক মামলা করেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তবে তার করা মামলা ধোপে টিকছে না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫শে সেপ্টেম্বর শুক্রবার পায়েলকে মুম্বইয়ের ভারসোভা থানায় তলব করা হয়। সেখানেই পায়েল জানান, ২০১৩ সালের আগস্ট মাসে অনুরাগ কাশ্যপ একটি শুটিংয়ের সেটে তাকে ধর্ষণের চেষ্টা করেন। যৌন হয়রানির বিস্তারিত লিখিত দেন পায়েল। এরপর গতকাল শনিবার ডাকা হয় অনুরাগ কাশ্যপকে। এর আগে গত শুক্রবারও অনুরাগকে আট ঘণ্টা জেরা করেছে পুলিশ। ২৬শে সেপ্টেম্বর শনিবার অনুরাগ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সব প্রমাণ নিয়ে হাজির হবেন। প্রমাণ জোগাড় করার জন্য তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়। এরপর গত শুক্রবার সকালে আইনজীবী প্রিয়াঙ্কা খিমানিকে সঙ্গে নিয়ে আবারও থানায় হাজির হন অনুরাগ। জানান, অভিনেত্রী অভিযোগে যে সময়ের কথা বলেছেন, সেই সময় তিনি দেশেই ছিলেন না। তাহলে কোথায় ছিলেন? ২০১৩ সালের পুরো আগস্ট মাস তিনি শুটিংয়ের কাজে শ্রীলঙ্কায় ছিলেন। আর সেটি প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্রও হাজির করেছেন অনুরাগ। এদিকে, গতকাল প্রিয়াঙ্কা সংবাদ সম্মেলনে বলেন, অনুরাগ গতকাল সব তথ্যপ্রমাণ জমা দিয়েছেন। যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, রাজনৈতিক।