তিনদিনের সফরে পরিকল্পনামন্ত্রী আসছেন বৃহস্পতিবার

তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার সুনামগঞ্জে আসছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ওইদিন রাত ৮টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। পরদিন শুক্রবার (৯ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগদান করবেন। শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে ধর্মপাশা উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।