বিদায় ‘দুর্গতিনাশিনী’ দেবী দুর্গা

করোনা পরিস্থিতির কারণে শোভাযাত্রা ছাড়াই এবার ‘দুর্গতিনাশিনী’ দেবী দুর্গাকে বিদায় জানালেন মর্ত্যের বাসিন্দারা। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এদিন দশমী পূজা শেষে বিকেলে সিলেট চাঁদনীঘাট এলকায় সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করেন নগরের পূজারীরা। চাদনীঘাটে সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিমাবিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল থেকে প্রতিমা বসির্জন শুরু হয়ে চলে রাত পর্যন্ত। অন্যান্য বছরের চাইতে এবার অনেক স্বল্পসংখ্যক প্রতিমা চাদনীঘাট এলাকায় এনে বিসর্জন করা হয়। এছাড়া নিজ নিজ এলাকার পুকুরে অনেকেই প্রতিমা বিসর্জন করেন। বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে চাঁদনীঘাট এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন। এরআগে সোমবার সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দশমীর পূজা। চারদিনের উৎসব শেষে সোমবার সকাল থেকেই মণ্ডপগুলো দেখা দেয় বিষাদের সুর। শুরু হয় দেবীকে বিসর্জনের আয়োজন। এবছর সিলেট জেলায় ৫৮৪ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে সিলেট মহানগরে ৬৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। গত বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬০৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো।