সিলেটসহ দেশ জুড়ে মাসোর্ধ্ব কর্মবিরতিতে বাকাসস

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনারে(ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দেশ জুড়ে এক মাসোর্ধ্ব ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। গত ৩০ অক্টোবর থেকে গৃহিত কর্মসূচির মধ্যে নভেম্বর মাসের১৫ হতে ১৯, ২২ হতে ২৬, ২৯ হতে ৩০ নভেম্বরের মধ্যে সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি এবং অফিস প্রাঙ্গণে ব্যানার পোস্টারসহ অবস্থান। এরই মধ্যে দাবী পূর্ণ না হলে ৫ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে স্ব স্ব জেলার ব্যানারসহ মানব বন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচী ঘোষণা। কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আকবর হোসেন ও মহাসচিব মো: আনোয়ার হোসেন স্বাক্ষরিত কর্মসূচি সফল ও স্বার্থক করার লক্ষ্যে গত০৯ নভেম্বর সোমবার সন্ধ্যা ৫:৩০টায় সংগঠনের সভাপতি মো: কামরুজ্জামান'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলীমুজ্জামানের সঞ্চালনায় বাকাসস সিলেট জেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সর্বজনাব পলাশ ঘোষ, জনি চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, মো: ফরিদ উদ্দীন, কাঞ্চনবরণ লস্কর প্রমূখ।