সিলেট সরকারি মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা আখতার চৌধুরী। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন-শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. জামালুর রহমান, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মছব্বির চৌধুরী, সহযোগি অধ্যাপক বিমান বিহারী রায়,সহযোগি অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সহযোগি অধ্যাপক মো. বশির আহমদ,ড. মো. আব্দুল কাদির, সহকারি অধ্যাপক শ্যামল চন্দ্র রায়, সুমিত্রা রায়,আবুল কালাম আজাদ, প্রভাষক শফিকুল ইসলাম।
মন্তব্য