নগরীর পীর মহল্লায় আলহাজ্ব মতিউর রহমান ও আলহাজ্ব জাহাঙ্গীর খানের অর্থায়ানে শাহপরান জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বাদ আসর মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (র) মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আসজাদ আহমদ, বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজ সেবী মাসুদ আহমদ চৌধুরী মাকুম, কমিটির সদস্য জিল্লুর রহমান, সিলেট সেন্টাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কবীর আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমদ চৌধুরী, হাজী মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কালাম আহমদ, শিক্ষক কামাল আহমদ, সাহিদ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল শেখ আবু ছালেহ মুছা প্রমুখ। বিজ্ঞপ্তি
মন্তব্য