টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটের উদ্যোগে ফ্রি ইউকে ওয়ার্ক পারমিট সেমিনার সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় রিকাবীবাজারস্থ এলাকায় এই সেমিনার সম্পন্ন করা হয়েছে। টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের এমডি মো. তাজুল ইসলামের সভাপতিতে ও টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় ফ্রি ইউকে ওয়ার্ক পারমিট সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারি কিং আন্তর্জাতিক রন্ধন শিল্পী টমি মিয়া এম.বি.ই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, সেফ শিক্ষক জাফর জাহান, সাংবাদিক এমরান ফয়সল, রুবেল আহমদ, জামিল আহমদ, শফিক আহমেদ, ফাহমিদা সুলতানা খান প্রমুখ।
মন্তব্য