সিলেটের ছয় থানার ওসি বদলী, নতুন ওসি নিয়োগ

সিলেট মহানগর পুলিশের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অন্যত্র বদলী করা হয়েছে। এসব থানায় তাদের স্থলাভিষিক্ত হয়েছেন নতুন ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম ও নাগরিক সেবা) বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞার স্থলাভিষিক্ত হয়েছেন এস এম আবু ফরহাদ। দক্ষিণ সুরমায় আক্তার হোসেনের বদলীতে নতুন ওসি হয়েছেন মনিরুল ইসলাম। শাহপরাণে আব্দুল কাইয়ুমকে অন্যত্র বদলী করে সৈয়দ আনিসুর রহমান ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জালালাবাদে অকিল উদ্দিন আহমদের বদলীতে নাজমুল হুদা খানকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বিমানবন্দরে শাহাদাত হোসেনকে বদলী করে খান মুহাম্মদ মাইনুল জাকিরকে ওসি করা হয়েছে। এছাড়া মোগলাবাজার থানায় সাহাবুল ইসলামের পরিবর্তে মো. শামসুদ্দোহাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সিলেট মহানগর পুলিশে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।