মরহুম হাজী নুরুদ্দীন ফাউন্ডেশন এর অর্থায়নে পারমিতা সিলেট এর কম্বল বিতরণ

মানুষের পাশে মানুষের বেশে দাঁড়িয়েছে সৃজিত সাহিত্য সংগঠন ‘পারমিতা সিলেট’। গত ১০ জানুয়ারি রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মরহুম হাজী নুরুদ্দীন ফাউন্ডেশন এর অর্থায়নে পারমিতা সিলেট এর উদ্যোগে পথে পথে হতদরিদ্র ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের কথা বিবেচনা করে দেশ স্বাধীন করেছিলেন, দেশের মানুষের জন্য কারাবরণ করেছিলেন। তাঁরই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র ছিন্নমূল মানুষকে বাসস্থানসহ জমি দান করছেন যাতে কেউই গৃহহীন না থাকে। তাদের উন্নয়নের ধারাবাহিকতায় আমরা যদি আমাদের যার যার অবস্থান ও সামর্থ্যের সমন্বয়ে যদি করোনার দ্বিতীয় ঢেউ লাগার আগে শীতের হাত থেকে বাঁচতে সহযোগিতা করি তাহলে অনেক মানুষ উপকৃত হবে। মানুষের পাশে মানুষের বেশে মানবিক ভূমিকা রাখার জন্য মরহুম হাজী নূরুদ্দীন ফাউন্ডেশন ও পারমিতা সিলেটকে ধন্যবাদ জানান। বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দীন জাহাঙ্গীর বলেন, মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যার যার সামর্থ থেকে আমরা মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবো। তিনি বিত্তবানদেরকে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর এবং মুজিববর্ষের অঙ্গিকার বাস্তবায়নের আহ্বান জানান। প্রবীণ সাংবাদিক, কবি ও গীতিকার সালাম মশরুর বলেন, সাহিত্যকর্মীরা মানবিক গুণ সম্পন্ন মানুষ। তাদের অনুভূতি স্পর্শকাতর। সুদূর প্রবাসে থেকেও মরহুম হাজী নূরুদ্দীন ফাউন্ডেশনের কর্ণধার অধ্যাপক, আয়কর উপদেষ্টা ও ছড়াকার মুজিবুর রহমান শাহীন দরিদ্র মানুষের দু:খ দূর্দশা ঘোচানোর উদ্যোগকে স্বাগত জানান। ধন্যবাদ জানান সৃজিত সাহিত্য সংগঠন পারমিতা সিলেট-কে। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মাসুদা সিদ্দীকা রুহী, বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন মিঠু, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ প্রমূখ।