মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এখন নানা দেশে বাংলা ভাষা চর্চা আর গবেষণা চলছে। প্রমিত বাংলা উচ্চারণ, পঠন ও প্রয়োগের ক্ষেত্রে কঠোর আইনও রয়েছে। এ বিষয়ে উদাসীনতা দেখানোর কোন অবকাশ নেই। জালালাবাদযুব কল্যাণ সংস্থার রজত জয়ন্তিতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ, সিলেট জেলার সহ সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব ছাদ উদ্দিন আহমদ এ কথাগুলো বলেন। সংগঠনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আবু তাহেরের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব ধ্রুব গৌতমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক, পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রধান পরিচালক এসএম শিহাব, প্রচার সম্পাদক এমরান ফয়সল, ভাইস চেয়ারম্যান হাফিজ মো: আলাউদ্দূন সোহাগ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম, সিলেট জেলার সভাপতি রুহুল ইসলাম মিঠু, যুবলীগ সিলেট জেলার নেতা জহিরুল ইসলাম জুয়েল, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রকি দেব প্রমূখ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী য়ুবলীগ, সিলেট জেলার সংগ্রামী সভাপতি শামীম আহমদ ভিপি তিনি বলেন, আজকের এই একুশ শতকে এসে বাংলা ভাষা অনেক উচ্চে স্থান করে নিয়েছে। ভিন্ন ভাষাভাষী মানুষেরা আজ অতি সহজে অভ্র ফ্রন্টের মাধ্যমে বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারছেন। দিনে দিনে বাংলা আরও ব্যাপকতা লাভ করবে। একুশ ফেব্রুয়ারি মহান শহিদ ও আঅন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় বিশ্বের সভ্য সমাজ বাংলা ভাষা আন্দোলনের বিষয়ে জ্ঞান লাভ করছে। সেই সাথে তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীকার আন্দোলন, বৃটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সম্পূর্ণ সঠিক ইতিহাস নিয়ে গবেষণা করছে। আমাদের আগামী প্রজন্মকেও একই পথে ধাবিত হতে হবে। সভায় মো: আবু তাহেরকে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট এর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯ টায় শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয় পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট. ঠিকানা- স্বপ্নীল-৫২, নীচ তলা, রামেরদিঘীর পাড়, মির্জাজাঙ্গাল রোড, সিলেট এ অনুষ্ঠিত হয়।
মন্তব্য