ফুল মিয়া হত্যাকারীরা এখনো ধরাছুয়ার বাহিরে, পরিবারকে প্রাণনাশের হুমকি

সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ সাদিপুর এলাকার বাসিন্দা ফুল মিয়া হত্যাকারীদের একজন আসামী ছাড়া এখনও আর কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। ঘটনায় একজন গ্রেফতার হলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়নি। মামলা তুলে নিতে পরিবারকে প্রাণনাশ সহ নানা ধরনের হুমকি প্রদান করছে আসামীরা। এ ঘটনায় পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে দাবি ছেলে সাহেদ আহমদের। জানা যায়, দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও মাত্র ১জন আসামী ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। ঐ আসামী জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে ফুল মিয়ার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি সহ নানা ভয়ভীতি প্রদান করে যাচ্ছে। এর পূর্বে ফুল মিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন সহ অনেক কর্মসূচী পালন করেছে এলাকাবাসী সহ সুশীল সমাজ। এব্যাপারে এলাকাবাসী জানান, মামলার আসামী মুছা মিয়া, ফারুক মিয়া, শাহানা বেগম সহ চিহ্নিত আসামীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আর তা না হলে এভাবেই তারা একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিবে। এ ধরনের আসামীদের গ্রেফতার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। নিহত ফুল মিয়ার ছেলে সাহেদ আহমদ বলেন, আমার নিরিহ বাবাকে মুছা মিয়া, ফারুক মিয়া, শাহানা বেগম সহ চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যাকরে।আমার বাবার হত্যাকারীদের বিরুদ্বে সিলেট কতোয়ালী থানায় ১৬/১১/২০১৯ একটি মামলা করি যার নং (৩৭/৬১৮)। মামলা করার পর আসামীরা আমাকে বিভিন্ন সময়ে হত্যা করার হুমকি প্রদান করে আসছে আমি আমার পরিবার নিয়ে খুব দুশচিন্তায় ও নিরাপত্তআহীন ভাবে দিন যাপন করে আসছি। আসামীরা আমাকে বার বার প্রাণে মারার হুমকি দিয়ে আসছে।আমি ন্যায়বিচার থেকে বঞ্চীত হচিছ। এ বিষয়ে মামলার আইও এস আই আতিকুর রহমানের সাথে বার বার তাহার ব্যবহত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।