কারাগারে মৃত্যুর ঘটনায় সিলেটে বিক্ষোভ

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখা। শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মার সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি মতিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সংস্কৃতি কর্মী তমিস্রা তিথি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘ফেব্রুয়ারি মাতৃভাষার মাস। আজ শুধু এই মাতৃভাষা দিয়ে আওয়ামী লীগের তোষামোদি করতে পারবেন, উন্নয়নের কথা বলতে পারবেন, তবে কোনো সত্য কথা বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না। আজকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশ থেকে পালিয়ে যায়, তারা জামিনে মুক্ত হয়, অথচ সামান্য কিছু লেখার জন্য, সত্য কথা বলার জন্য, সমালোচনা করার জন্য আমরা দেখলাম লেখক মোশতাককে জামিন দেওয়া হয়নি। ছয়বার জামিনের আবেদন করার পরও সেই লেখককে জামিন দেওয়া হয়নি। তিনি কারাগারে মৃত্যুবরণ করলেন।’ সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন, কবি মেঘদাদ মেঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সপ্তর্ষী দাস, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক জাবির আহমেদ জুয়েল, সংস্কৃতিকর্মী মোজাম্মেল হোসেন।