হবিগঞ্জে ‘ইভটিজিং’কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীকে ‘ইভটিজিং’কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত স্কুল ছাত্র আকাশ জানায়, সে তার ছোট বোনকে নিয়ে দৌলতপুর হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একই গ্রামের আলামিন, সাদীসহ বেশ কয়েকজন যুবক তার বোনকে উত্যক্ত করে। এসময় সে তাদেরকে বাঁধা দেয়ায় তার উপর চড়াও হয় বখাটেরা। এক পর্যায়ে তাকে মারধোর করে চলে যায় তারা। পরে ঘটনাটি তার পরিবারের সদস্যরা জানলে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে, জসিম মিয়া, মানিক মিয়া, জাকির হোসেন, আল মামুন, আব্দুস সালাম, ছাদী মিয়া, শাহজাহান, মোজাম্মেল হক, এখলাছ মিয়া, ওসিত মিয়া, ওয়াসকোরণী মিয়া, আকাশ মিয়া, ওয়ালিদ মিয়া ও শুভ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শুনেছি ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।