আগুন দিয়ে কেন জ্বালাও
ঘর উঠুন
আগুন দিয়ে জ্বালাও দেখি
সব উনুন
কেরসিন আর পেট্রলে পুড়ে
নিমাইচাঁদ
ক্ষুধার আগুন নিভায়ে বলো
জিন্দাবাদ
নিরীহ আর অসহায় দেখে
নির্যাতন
চোখ খুলে দেখ্ তার ছেলেটা
তোর মতন
মানুষ তারা তুইতো পশু
জানোয়ার
আর এক পা এগুবে না
খবরদার
আদি সনাতন বিশ্বাস নিয়ে
ধর্ম যার
তুই সেখানে বাঁধা দিবি তুই বা কার?
কোন ধর্ম বলছে করো
হানাহানি তুই কি জানিস,
তার চেয়ে আমি বেশী জানি
বিশ্ব বিবেক মুখটা তুলো
দেখো চেয়ে
সব হারিয়ে কাঁদছে কেমন
সধবা মেয়ে
অনেক হলো আর মানি না
চাই বিচার
উচ্চ শিরে থাকব ঘরে
এ অধিকার
ধর্ম নিয়ে দোহাই দিয়ে
দাঙ্গা
আদি কাঁদি, হাসছে দেখো
রোহিঙ্গা
পিতার শত, দেশের যখন
সূবর্ণ
পশুর থাবায় সেদিন হলো
বিবর্ণ
চেতনায় মুজিব, নির্ভরতায়
হাসিনা
লড়ে মরে ভাংব তবু টলব না।
মন্তব্য