কার ঘরে
মুক্তা ঝরে
কার মনে সুখ
কার কাছে
হাসি আছে
কার মিষ্টি মুখ
কার ধ্যান
কার জ্ঞান
শুধু খেলাঘর
কে বুঝে
কে খোঁজে
কে আপন পর
সবাই হেসে
ভালোবেসে
বললো ঝটপট
এক দুই তিন
আজ জন্মদিন
তিনি রবীন্দ্র ভট।
শুভ জন্মদিন দাদা।
মন্তব্য