সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডে ৬টি ঘর ও একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে এজিএফ এন্টারপ্রাইজ নামের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতি ও মালামাল উদ্ধারের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমাইয়ুন কানেন।
মন্তব্য