জালালপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের টাকিরমহল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনায় ১২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় জালালপুর ও সব্দলপুর গ্রামের লোকজনের মধ্যে শুরু হয়। সংঘর্ষ রাত ১২ টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকাগুলো ছুঁড়ে। উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ দুই ঘণ্টা চেষ্টা করেন। এই ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
গ্রেফতারকৃতরা হলেন, শেখপাড়ার মো. অলিউর রহমান ইয়াছিন (৪২), সুমন আহমদ (৩৩), শোয়েব আহমদ (২০), শাহ আরিফ (২৬), মো. আব্দুস শহিদ (২১), মো. মোজাহিদ (২০), শাহরিয়ার আহমদ ইমন (১৯), হাফিজ রাসেল আহমদ (২০), দিলোয়ার হোসেন (২৯), শাহ রাজিব (২৪), মারুফ আহমদ (৩৫) ও মো. কামাল আহমদ (২০)।
ওসি শামসুদ্দোহা আরও জানান, রাত ১০ টা থেকে উপজেলা চেয়ারম্যানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা দুইপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। কিন্তু তাদেরকে নিভৃত করা যায়নি। পরে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অভিযানে ১২ জনকে আটক করা হয়। পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।