দক্ষিণ সুরমা থেকে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, শুক্রবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তোরার সামনে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে এই মর্মে গোপন প্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হবিগঞ্জের চুনারুঘাটের বালিয়ারী গ্রামের পিতা-মৃত আব্দুল মোতালিবের ছেলে মোঃ আব্দুর রহিম রাজু (৩২),কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের মৃত রতন মিয়ার ছেলে মোঃ রবিন (২০) ও সিলেটের চাঁদনীঘাটের পিতা-মৃত রহিচ মিয়ার ছেলে মোঃ বাদল আহমদ (৩৬)-কে আটক করে পুলিশ।
এসময় তাদের হেফাজত থাকা ৩৫ বোতল McDowells BULE RIBAND, Tango,GIN(বিদেশী মদ) জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। নং-১৫, তারিখ-১৬/০৪/২০২১।
মন্তব্য