সিলেটের জৈন্তাপরে (RCRHS) স্কুলে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করেছে রক্তযোদ্ধা সামাজিক সংগঠন । ২৯ মে শনিবার দিনভর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের আটশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনা মুল্যে রক্তের গ্রুপ সনাক্তকরন কার্যক্রম পরিচালনা করা হয় ।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠনটির পাশে দাড়িয়ে সেবামূলক কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন সিলেট মুজিব জাহান রেড ক্রিসেন্ট সেফটি সোস্যাল অর্গানাইজেশন এর টিমটি। ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এখলাছুর রহমান এর সভাপতিত্বে এবং স্কুলের গভর্নিং বডির দায়িত্ব প্রাপ্ত শফিকুল ইসলাম সহ শিক্ষকবৃন্দের উপস্হিতিতে সকাল ১০ টায় স্কুলের চ্যান্সারি প্রাঙ্গনে বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচিটির সূচনা ঘটে।
সংগঠনটির সদস্যবৃন্দের মধ্যে উপস্তিতি ছিলেন প্রিতম দেব নাথ, সাইদুল ইসলাম সাজু,কামরুল হাসান, আক্তার হোসেন আকাশ, ওমর ফারুক, আজাদ রহমান হাসেম, সৈয়দ আব্দুল মুকিদ, মনির হোসেন, আব্দুল কুদ্দছ, সারওয়ার হোসেন সবুজ,মেহেদী হুসাইন মাসুদ, মেহেদী হাসান জুয়েল,আল আমিন,জাফর, ইসমাইল আলি পারভেজ, নাজমুল ইসলাম, পারভেজ হাসান মিফতা, আবির আহমেদ, আলম, রহিম, মেহেদী হাসান সোহাগ,আরিয়ান আহমেদ আরিফ,আল আমিন, সোহেল সাকিব, রফিকুল, মুজিবুর, নেয়ামুল, ইউনুস, রুবেল আহমদ রানা,মুহিউদ্দিন, রায়হান,মান্না দাস জয়, প্রমূখ।
কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোক্তাগন জানান, করোনার ভয়ে কেউ হাসপাতাল গুলিতে ভিড় করতে চায়না, ফলে অনেক মূমুর্ষ রোগী রক্তের অভাবে প্রতিনিয়ত প্রাণ হারায়। যা মোটেও কাম্য
নয়, সেজন্য সংগঠনটি আগামী ৩০ মে স্বেচ্ছায়
রক্ত দান কর্মসূচীর আয়োজন করবে। যেখানে স্বেচ্ছায় রক্ত দানের কর্মসূচি মাধ্যম ছাড়া ও অঞ্চলটিতে কিভাবে
সকল প্রকার সামাজিক কর্মকান্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করা যায়, সে বিষয়ে বিষদভাবে
আলোচনা করা হয়।
মন্তব্য