ভূমিকম্প: সিসিকের জরুরি সভা আজ

সিলেটে ১০ দিনের মধ্যে ১০ দফা ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ অবস্থায় করণীয় নির্ধারণে জরুরী সভায় বসছে সিসিক।

আজ বুধবার ( ৯ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছেন তারা।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শাবির উপাচর্যের সঙ্গে আমি এরই মধ্যে কথা বলেছি। সভায় নগরের সব ভবন জরিপের পরিকল্পনা করা হবে। এরপর যেসব ভবন ঝুঁকিপূর্ণ হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’