হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় গভীর রাতে পাচারের সময় খাদ্যগুদামের সরকারি চাল জব্দ করা হয়েছে।
শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে পাঁচ বস্তা সরকারি চালসহ ভ্যানগাড়ি আটক করা হয়।
জানা গেছে, জাঙ্গালিয়া বানিয়াহাটি থেকে পূজার ডিউটি শেষ করে অনসার সদস্য মাসুক মিয়া তার এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
এমন সময় ভোর রাত ৪টার দিকে জাঙ্গালিয়া পয়েন্টে হঠাৎ দেখতে পান ৫/৬ জন লোক একটি ভ্যানগাড়িতে ঠেলে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার দিলে ভ্যানগাড়ি রেখে চাল পাচারকারীরা পালিয়ে যায়।
পরে চালের বস্তা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে যান মাসুক মিয়া।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নজির মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
বাহুবল থানার ওসি দীপক চন্দ্র জানান, নাইট গার্ডের দায়িত্ব ছিলেন শফিক মিয়া, তবে চাল পাচারের বিষয়ে কিছুই জানেন না তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, ভোররাতে পাঁচ বস্তা সরকারি চাল রাস্তা থেকে আটক করে এক আনসার সদস্য আমার বাসায় নিয়ে এসেছে।
মন্তব্য