*ভোর বিহান*

শামিমা  আক্তার ঝিনুঃঃ


ভোর বিহান,সুনসান সুনসান, 

মুয়াজ্জিনের কন্ঠে সুরেলা আজান,

আসসালাতু খাইরুম মিনান নাউম।


ডালে ডালে শাঁখে শাঁখে পাখিদের কলতান, 

আচানক দুনিয়াটা কত ভাল লাগে, 

আড়মোড়া দিয়ে সব ফুলেরা জাগে। 


ঝিরঝির বাতাসে দোলে সবুজ পাতা,

হাই তুলে প্রজাপতি মেলে দেয় পাখা। 


পুঞ্জে পুঞ্জে অলিদের গুঞ্জন, 

পূব আকাশে  উঁকি দেয় তপন। 


কি সুন্দর বিধির  বিধান, 

আঁধার কেটে উদিত হয় আলোর নিশান,

শুকরিয়া শুকরিয়া ওগো মহিয়ান।