হবিগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জে অস্ত্রশস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও ব্যবহৃত অস্ত্রসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার (৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সুনামগঞ্জের ছাতকের জিতু মিয়া, শায়েস্তাগঞ্জের নূরপুর গ্রামের সৈয়দ আলী, লাখাই উপজেলার স্বজন গ্রামের ফরহাদ মিয়া, মামুন মিয়া ও মফিজুল ইসলাম। শনিবার রাত ১০টায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, তারা রাতে লাখাই উপজেলার মুড়াকরি ফুলবাড়িয়া গ্রামের মিলন মিয়ার বাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স নিয়ে উপজেলায় প্রবেশের সবগুলো সড়কে চেকপোস্ট বসান। এরপর হাওর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায় পুলিশ। ভোরে নাছিরনগর উপজেলার আতুকুড়া ব্রিজের নিকট দিয়ে একটি সিএনজি অটোরিকশাযোগে পালানোর সময় চেকপোস্টে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিক কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ফুলবাড়িয়া হাওর থেকে একটি এলইডি টিভি, ডাকাতিতে ব্যবহৃত রামদা, রড, লোহার পাইপ, হাতুড়ি, বটি উদ্ধার করেন।