কঠিন সময়

তপ্ত তাপে পুড়ছে জীবন, জীবনের নিয়মে

জীবন গড়ার জীবন ভাঙার কিছু অ'নিয়মে,
ঘর বন্দী চার দেয়ালের কঠিন জীবন।
স্বপ্ন গড়ার স্বপ্ন ভাঙায় মেতেছে বিশ্বভুবন,
কঠিন সময় বিষের ছোবল যাবো যাবো করে
যাচ্ছে কোথায়, স্বপ্ন জীবন বিষের ছোঁয়ায় মরছে,
মৃত্যু যেনো সন্নিকটে তাইতো নিমন্ত্রণ দিচ্ছে ।
 
লেখক ::শামিমা ঝিনু