কবি ও ব্যাংকার আনোয়ার হোসেন মিছবাহ’র পিতার মৃত্যুতে শোক

কবি ও ব্যাংকার আনোয়ার হোসেন মিছবাহ’র পিতা মোহাম্মদ ইদ্রিস মিয়ার (৭৫)মৃত্যতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন কবি ও সংগঠক ধ্রুব গৌতম ,কবি মাসুদা সিদ্দিকা রুহি ও সাংবাদিক এমরান ফয়সল। সোমবার আগস্ট  এক বার্তায় তারা শোক জানান

কবি ও ব্যাংকার আনোয়ার হোসেন মিছবাহ’র পিতারবিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আগস্ট  ২০২১ সোমবার, সকাল টা ৫০ মিনিটের সময় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……..মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও অসংখ্য আত্মীস্বজন রেখে যান ।