চুনারুঘাটে দুইশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে দুইশ’ পিস ইয়াবাসহ আব্দুল হাই (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল হাই ওই গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান- সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আব্দুল হাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তাকে আটক করে এবং দুইশ’ পিস বিভিন্ন রংয়ের ইয়াবা উদ্ধার করে। তিনি বলেন- আটককৃত মাদক ব্যবসায়ি এলাকার একজন চিহ্নত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।