ঐ যে লাল সবুজের পতাকা জড়িয়ে, তুমি জেগে
আছো বিশ্বের মানচিত্রে,
বাংলার পথে প্রান্তরে, তোমার স্বপ্নের সোনার বাংলার শহর, নগর-বন্দরে।
কে বলে তুমি নাই
স্বাধীনতার পরাণ মাঝি, হে স্বপ্নের তিলক,
তুমি আছো প্রেরণা যোগানো তর্জনীর দৃঢ় মুখচ্ছবি হয়ে পিতার আসনে আাটারো কুটির হৃদস্পন্দনে।
তুমি আছো,
বাংলার দিগন্ত জোড়া ফসলের মাঠে,
কৃষাণ-কৃষণীর রাঙা ঠোঁটে, দোয়েলের শীষে ভোরের পাখির কলোতানে।
বহোমান পদ্ধা, মেঘনা, যমুনার ভাটিয়ালি জারসারি গানে। গ্রীষ্ম, বর্ষা, শররৎ,হেমন্ত, শীত,বসন্তে , আছো বাংলার আকাশে বাতাসে।
তুমি আছো,
এখানে ওখানে সবখানে, জাতীয় সঙ্গীতে
প্রিয় সুরে প্রিয় গানে, কবিতার ছন্দে, গল্পে ইতিহাসে,
কিশোর মনের বাঁশির সুরে,তারণ্যের উচ্ছাসে কোটি বাঙালির হৃদয়ে 'বঙ্গবন্ধু' আখ্যায়। কে
বলে তুমি নাই,
তুমি আছো নিভৃত যতনে মম হৃদয় অঙ্গনে।
লেখক :শামীমা ঝিনু
মন্তব্য