কোভিড-১৯ আক্রান্ত থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি।
রোববার (১৫ আগষ্ট) তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। রাত ৭টার দিকে তিনি নন্দিত সিলেট কে এ তথ্য জানান।
এর আগে রবিবার (১ আগষ্ট) রাতে করোনা টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে তার। এর আগে ভিপি শামীমের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে করোনা টেষ্টের জন্য নমুনা জমা দেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে চলে যান। ১৪ দিন পর আজ রোববার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি জানান, গত ৩/৪ দিন থেকে শরীরে সুস্থতা অনুভব করলে আবারও নমুনা জমা দেই। আজ রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি- সর্বোপরী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। অসুস্থতাকালীন সময়ে দেশ এবং বিদেশের যেসব নেতাকর্মী খোঁজ খবর নিয়েছেন তাদেরও প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভিপি শামীম।
মন্তব্য