সঞ্জু, ধ্রুব, অজিত রায়

দুপুর গড়িয়ে বিকাল বেলা
স্থান হলো গোপালটিলা
মায়ের ছেলে এক এক করে
এলো আরেক কবির ঘরে
সঞ্জু, ধ্রুব, অজিত রায়
একই সাথে পা বাড়ায়
দুঃখ, ব্যাথা সব ভুলে
চলে তারা মন খুলে
খাওয়া দাওয়া আদর যতন
ঘর গড়ানো মনের মতন
ডুপ্লেক্স ঘর তিনতলা
ছাদে বাগান আকাশ খোলা
কবির স্ত্রী শিক্ষিকা
দুই ছেলে দীপশিখা
তাদের ঘর আলোকময়
করুক তারা বিশ্বজয়।