লুৎফুর রহমান আর নেই

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর রেজওয়ান আহমদ। গত ১৫ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাঁর নমুনা পরীক্ষা করানো হয়। এতে করোনা পজেটিভ আসে। এরপর নগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন লুৎফুর রহমান। দুইদিন আগে আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হথে থাকলে হাসপাতালেই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত দুইটার দিকে তার অবস্থার আরো অবনতি হয়। প্রবীণ রাজনীতিবিদ ও গণপরিষদের সাবেক সদস্য অ্যাডভোটেক লুৎফুর রহমানের জন্ম সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিপুর গ্রামে। নগরের আম্বরখানা বড়বাজারে নিজ বাসায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।