ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের উদ্যোগ বন্ধ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকার কাকরাইল মোড়- আইডিইবি ভবন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবন-মৎস্য ভবন, স্থাপত্য অধিদপ্তর- গণপূর্ত ভবন সংলগ্ন ফুটপাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে।
মানববন্ধন শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবীদের পৃক প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি হস্তান্তর করবে।
মন্তব্য