দক্ষিণ খুরমার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই: আবুল কাশেম হাসান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের সতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম হাসান (বি.এ) মোটর সাইকেল মার্কা প্রতীক পেয়েই দক্ষিণ খুরমা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন। একটি আধুনিক এবং ডিজিটাল মডেল ইউনিয়ন উপহার দিতে তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চান।আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন তাফসীর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে  খুরমা দক্ষিণ ইউনিয়নের সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে প্রস্তুতি নিচ্ছেন আবুল কাশেম হাসান।

তিনি ঐতিহ্যবাহী চেচান গ্রামের বিশিষ্ট মুরব্বি, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ছাতক থানার পরিচিত মুখ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবী এবং সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম জনাব হাজী  খলিলুর রহমান তালুকদার এর সুযোগ্য উত্তরসূরি। আবুল কাশেম ১৯৯৮ সালে সিলেট সরকারি কলেজ হতে ডিগ্রী অর্জন করেন। তিনি ঐতিহ্যবাহী জাউয়াবাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং একজন শিক্ষানুরাগী হিসেবে ইউনিয়নে তার রয়েছে বেশ পরিচিতি। তিনি চেচান সি. বি. পি. উচ্চ বিদালয়ের চারবার শিক্ষানুরাগী সদস্য এবং বিদ্যালয়ে একজন আজীবন দাতা সদস্য। তাছাড়া তিনি গরীব অসহায় ছাত্রদের সহযোগিতার পাশাপাশি মাদ্রাসা স্কুল,কলেজ ইত্যাদির উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে জড়িত। এলাকার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার রয়েছে যথেষ্ট অবদান। এব্যাপারে ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের সতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম হাসান (বি.এ) বলেন, উন্নয়ন বঞ্চিত খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, ডিজিটাল, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে দেশবাসীর কাছে উদাহরণ হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। বেশ কয়েক বছর ধরে ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নে কোন উন্নয়ন হয়নি। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাছাড়া জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন সহ শিক্ষাব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ন্যায় বিচার এবং আর্থসামাজিক উন্নয়ন করতে ইউনিয়নবাসির দোয়া এবং সহযোগিতা প্রত্যাশী। বিজ্ঞপ্তি