৩ নং অলংকারী ইউপি জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ মো.জাকির আহমেদ

৩ নং অলংকারী ইউনিয়নের জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো.জাকির আহমেদ্।এর আগে তনং অলংকারী ইউনিয়নের জাতীয় পাটির সভাপতির দায়ীত্ব পালন করেন সালেহ আহমদ তোতা ।বিদেশ যাত্রাকালে সালেহ আহমদ তোতা ও দলের নেতাকর্মীদের উপস্থিতে মো.জাকির আহমেদ কে তনং অলংকারী ইউনিয়নের জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতির দায়ীত্ব প্রদান করেন।ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সবারপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে মো.জাকির আহমেদ্ বলেন , প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।দেশের বর্তমান করোনার মহামারীতে মানুষ আজ হতাশাগ্রস্থ। মানুষের মাঝে আজ আন্তরিকতা, ভালোবাসার বড়ই অভাব। কেউ কাউকে যেন বিশ্বাসই করতে চায় না। এটা আমাদের জন্য দূভাগ্যের।ইতিমধ্যে অনেকেই আমাকে ভালোবেসে। তনং অলংকারী ইউনিয়নের জাতীয় পাটির সালেহ আহমদ তোতা আমাকে যে গুরু দায়ীত্বভার দিযেছেন আমি যেনো আমার দায়ীত্ব সৎও নিষ্ঠার সাথে সবার আন্তরিক সহযোগীতায তা পালন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।