মটর সাইকেল প্রতীক পেলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান

দক্ষিণ সুরমার উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান চৌধুরী সিফতা মটর সাইকেল প্রতীক পেয়েছেন। ১২ নভেম্বর শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান চৌধুরী সিফতা মটর সাইকেল প্রতিক গ্রহণ করেন।

প্রতিক পেয়ে আমিনুর রহমান চৌধুরী সিফতা বলেন, চেয়ারম্যান হিসাবে নয়, আপনাদের সেবক হিসেবে বিগত দিন কাজ করেছি। আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে প্রার্থী হয়েছি। আসন্ন লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী অতীতের সকল কার্যক্রমকে মূল্যায়ন করে আপনারা আমাকে সহযোগিতা, দোয়া এবং ভোট দিয়ে বিজয়ী করবেন। বিজ্ঞপ্তি