কাজী জয়নুল ইসলাম মুনিম মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির যুগ্ম মহাসচিব মনোনীত

কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক ও ম্যারিজ রেজিস্ট্রার সমিতি সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম বাংলাদেশ মুসলিম নিকাহ্  রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মনোনীত হয়েছেন।

১১ নভেম্বর সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী মাওলানা খলিলুর রহমান সরদার ও মহাসচিব কাজী মাওলানা মো. ইকবাল হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও সিলেট জেলার আরো যারা কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হয়েছেন। তারা হলেন, সহ সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল খান, সহ প্রচার সম্পাদক কাজী মাওলানা আমিন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা জমির হোসাইন, কার্যনির্বাহী সদস্য কাজী মাওলানা আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি