শনিবার সিলেট জেলা জাতীয় যুব সংহতির কর্মীসভায় যোগদান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌছালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টির ৩নং অলংকারি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির আহমদের নেতৃত্বে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা প্রদানকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংসদ ও আহবায়ক এইচ এম. শাহরিয়ার আসিফ, সিলেট-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মো: নেওয়াজ আলী ভূঁইয়া, বিবিয়া ডেইরী এর্গো এন্ড ফুড্ লি:’র ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম এবং মা কোম্পানীর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মো: আলী হোসেন সরকার।
মন্তব্য