“সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে

“সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে

চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান চৌধুরী সিফতা মটর সাইকেল মার্কায় ভোট চেয়ে তিনি কবির ভাষায় বলেন,

“সবার সুখে হাসবো আমি
কাঁদবো সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে”।

ছোটবেলায় পল্লীকবি জসিম উদ্দিনের কবিতা পড়েই আগ্রহ জমেছিলো মানুষের জন্য কিছু করার। তখন থেকেই স্বপ্ন দেখতাম নিজের স্বার্থ ত্যাগ করে সকল মানুষের মাঝে একজন সাধারণ মানুষ হয়েই থাকবো। আজও তাই নিজের কর্মপ্রচেষ্টায় সফল হয়েও ফিরে আসি নীড়ের টানে,মায়ার বন্ধনে। ৬ নং লালাবাজার  ইউনিয়নের প্রতিটি অসহায় মানুষের সাথে আমার রয়েছে আত্মার বন্ধন। সাধারণ জনগণের কাছ থেকে কিছু নিতে নয় বরং দুহাত উজাড় করে তাদের চাহিদা পূরণ করার মানসিকতা নিয়ে তাদের পাশে থাকতে এসেছি। সকল শ্রেণির,সকল ধর্মের মানুষের কাছে শুধু দোয়া প্রার্থনা করছি। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসাই আমাকে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সেবা করার শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এলাকাবাসী ২৮ তারিখ  মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।