বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম এবং সিলেটের শিশু-কিশোরদের আধুনিক বিজ্ঞানমনস্ক আলোকধারায় জীবন গঠনের মূলমন্ত্রে দীক্ষিত ও অনুপ্রেরণাদানকারী শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর, সিলেট এর সভ্য ফারদিন হাসান আল তাহা উচ্চ শিক্ষার জন্য লন্ডন কিং স্টন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) পড়ার জন্য গত ১২ নভেম্বর লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন।
ফারদিন হাসান আল তাহা শৈশব থেকেই সুরমা খেলাঘর আসরের সাথে সম্পৃক্ত। তথ্য ও প্রযুক্তির স্বর্ণযুগে ফারদিন নিজেকে একজন প্রযুক্তিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
ফারদিন হাসান আল তাহা কল্লোল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য, বাকাসস সিলেট জেলা শাখার সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এ সাবেক প্রটোকল নাজির এবং সাবেক জেলা নাজির কবি ফিরোজ আহমদ ও এই কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হালিমা খানম হেলেন এর একমাত্র ছেলে।
ফারদিন হাসান আল তাহা স্বপ্ন পূরণে সমর্থ হতে তার দাদী ও বাবা-মা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য