জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার বলেছেন, জাতীয় অর্থনীতিতে বিশাল যোগান দিচ্ছে ভ্যাট ও কর। জনগণের ভ্যাটে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তারা ভ্যাট দিচ্ছেন বলেই দেশে একের পর এক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাহীন আক্তার বলেন, এক সময় আমাদেশ দেশ বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল ছিলো। কিন্তু এখন আর সে দিন নেই, জনগণের অর্থেই একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে মডেল। বিশ্বের বিভিন্ন দেশকে এখন আমরা ঋণ দিচ্ছি। আর তা সম্ভব হয়েছে দেশের জনগণের স্বতঃস্ফুর্ত ভ্যাট-ট্যাক্স প্রদান এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ নেতৃত্বের ফলে।
শাহীন আক্তার বলেন, কিভাবে জনগণ সহজ ও ঝামেলামুক্তভাবে ভ্যাট-ট্যাক্স দিতে পারে সে বিষয় নিয়ে কাজ করছে রাজস্ব বোর্ড। আর এরই ফল হিসেবে জনগণ এখন ঘরে বসে ভ্যাট-ট্যাক্স দিতে পারছেন।
তিনি বলেন, ভ্যাট ও কর প্রদানে জনগণকে আরো উৎসাহ যোগানোর পাশাপাশি এ বিষয়ে সচতনতা বাড়াতেও কাজ করছেন রাজস্ব বিভাগে কর্মরতরা।
মন্তব্য