বাংলার মুখ আয়োজিত বিজয়ের বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মুখ্য নির্বাহী বাংলার মুখ এনামুল মুনীর সভাপতিত্বে ও গল্পকার ও নাট্যকার মিনহাজ ফয়সল পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ। স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ এর প্রকাশক ও সত্ত্বাধিকারী মো.জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক জান্নাত আরা খান, রসময় মোহন্ত, গল্পকার জেনারুল ইসলাম, প্রাবন্ধিক মোস্তাফিজ সৈয়দ, কবি ও সম্পাদক কবিনগর বার্তা ছাদির হুসাইন, সাংবাদিক এমরান ফয়সল, মিজানুর রহমান,সোমা পাল, সাংবাদিক রাসেল আহমেদ দিপু, সাব্বির আহমেদ অপু, জাহিদ আহমেদ প্রমূখ।
অনুষ্টান শেষে লেখকের জন্মদিন পালন অনুষ্ঠিত হয়। সবাই লেখকের প্রকাশিত গল্পগ্রন্থের ভূয়সী প্রশংসা করেন ও শুভ জন্মদিনের তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য