পিএসএলে দল পাননি মাহমুদউল্লাহ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম হয়ে গেল রোববার। লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে বসেছিল প্লেয়ার বেচা-কেনার এ আসর।

পিএসএলের প্লেয়ার ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ককে পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনো দল নিতে আগ্রহ দেয়ানি।

মাহমুদউল্লাহ রিয়াদই নয়, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের মতো ব্যাটিং দানবকেও দলে নেয়েনি পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই। গেইল ছিলেন পিএসএল নিলামের শীর্ষ ক্যাটাগরি প্লাটিনামের তালিকায়।

ক্রিস গেইল-মাহমুদউল্লাহ রিয়াদই নন, পিএসএলে দল পাননি পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ, তারকা পেসার জুনায়েদ খানসহ অনেক তারকা ক্রিকেটার।

পিএসএলের নিলামে দল পাননি যারা

প্লাটিনাম ক্যাটাগরি- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলংকা), মার্চান্ত ডি ল্যাঙ্গে (দক্ষিণ আফ্রিকা), সন্দীপ লামিচিন (নেপাল), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), থিসেরা পেরেরা (শ্রীলংকা), টম ব্যান্টন (ইংল্যান্ড) ও টাইমাল মিলস (ইংল্যান্ড)।

ডায়মন্ড ক্যাটাগরি- আফসার জাজাই (আফগানিস্তান), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ভানুকা রাজাপক্ষে (শ্রীলংকা), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), ফ্যাবিয়ান অ্যালান (ওয়েস্ট ইন্ডিজ), হামিদ হাসান (আফগানিস্তান), জেমস ফকনার (অস্ট্রেলিয়া) জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুসল মেন্ডিস (শ্রীলংকা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), মিচেল ম্যাকক্লেনঘান (নিউজিল্যান্ড), নজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), নবীনুল হক (আফগানিস্তান), নিরোশন ডিকভেলা (শ্রীলংকা), অলি রবিনসন (ইংল্যান্ড), ফিল সল্ট (ইংল্যান্ড), কায়েস আহমেদ (আফগানিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), রিস টপলে (ইংল্যান্ড), সামিত প্যাটেল (ইংল্যান্ড) ও শেলডন কটরিল (ইংল্যান্ড)।