প্রথম শতকেই ‘ডাবল’ হাঁকালেন তৌহিদ হৃদয়

ডাবল সেঞ্চুরির আভাস দিয়েছিলেন আগেরদিনই। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় দিনটা সেঞ্চুরিতে রাঙানো তৌহিদ হৃদয় দিনশেষে অপরাজিত ছিলেন ১৫৯ রানে। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে নিজের প্রথম শতককে ডাবলসেঞ্চুরিতে রূপ দিলেন বিসিবি সাউথ জোনের এই ব্যাটার।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩ ছয়ের মারে দ্বিশতক পূর্ণ করেন তৌহিদ। চলতি বিসিএলে এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

তৃতীয় দিনে দক্ষিণাঞ্চলের দুই ব্যাটার অমিত হাসান ও তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেন। ১১২/২ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সাউথ জোন। আগের দিন ৩১ রানে অপরাজিত থাকা অমিত এদিন তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি। শতক পূরণের পর ১৩১ রানে আউট হন তিনি। ৩৭৩ বলের ইনিংসটি ১২ চারে সাজান তিনি।