আম্পায়ারের করোনা, বাতিল হলো ম্যাচ

আম্পায়ারের কারণে বাতিল হলো আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।

অবশ্য এজন্য আম্পায়ারের কোনো দায় নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া একজন আম্পায়ার।

ফলে তার সংস্পর্শে আসা বাকি তিন আম্পায়ারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।

যে কারণে ম্যাচটি আর মাঠে গড়াতে পারছে না। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‌‘বক্সিং ডের প্রথম ওয়ানডে বাতিল হয়েছে বিকেলে ম্যাচ অফিসিয়ালদের একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে। বাকি তিনজন নেগেটিভ হলেও তারা ওই আম্পায়ারের সংস্পর্শে আসায় প্রথম ওয়ানডেতে পাওয়া সম্ভব ছিল না।’

প্রথম ওয়ানডেটি বাতিল হলেও সিরিজের ২৮ এবং ৩০ ডিসেম্বর বাকি দুই ম্যাচ আয়োজন হবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রয়োজনে বাড়তি ম্যাচ অফিসিয়াল প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে তারা।