শাহসিকন্দর তা’লীমুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে হ্যামট্রামিক সিটি মিশিগান যুক্তরাষ্ট্রের কাউন্সিলর নাঈম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ শাহসিকন্দর মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহসিকন্দর গ্রামের বিশিষ্ট মুরব্বী সাদিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আবু সুফিয়ান নাছিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ স্কুল এন্ড কলেজ যক্তরাজ্য শাখার সেক্রেটারী মুহাম্মদ এনামুল, অনুষ্ঠানের প্রধান আলোচক দরগা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুনাইদ কিয়ামপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৬নং লালাবাজার ইউনিয়র পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, আমিনুর রহমা চৌধুরী সিপ্তা, এহতেশামুল হক মুজাহিদ, মাওলানা আবু হাসান, মাওলানা হাফিজ আবিদ আল জাহিদ।শেষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হুসেন সাহেবের রুহ মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য