ফাহমিদা ইয়াসমিনের সাহিত্য কর্ম নিয়ে সাহিত্যের ছোট কাগজ র মনুজল এর সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে । মোড়ক উন্মোচনে কবি ও প্রকাশক মামুন সুলতানের সভাপতিত্বে ও গল্পকার নাট্যভিনেতা মিনহাজ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার বাবুল আহমদ,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,কবি আব্দুল হক,ছয়ফুল আলম পারুল,চন্দ্র শেখর দেব,মাসুদা সিদ্দিকা রুহী,ইশরাক জাহান জেলী, আজমল আহমদ, বিনিয়ামিন রাসেল। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সম্রাট তারেক,জুই ইসলাম, কবির আশরাফ,জালাল জয়,তাসলিমা খানম বিথী,জাকির মোহাম্মদ, সাংবাদিক এমরান ফয়সল,জয়ন্ত কুমার,নাইমুল ইসলাম গোলজার, দাশ,ছালিক আমিন,জেনারুল ইসলাম আবিদ কাওসার,ও তাফাদার জান্নাতুল জাহরা।মোড়ক উন্মোচনে মনুজলের কবি ফাহমিদা ইয়াসমিন বলেন,সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসাও শুভেচ্ছা।
আজকের সাহিত্যের অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতিতে প্রাণবন্ত করে তুলছিলো,খুবই চমৎকারএকটা অনুষ্ঠান উপহার দিলেন।আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের কে দীর্ঘ পাঁচ ঘণ্টা
আলোচনায় মনে হচ্ছে নিজেকে আর একবার যেন আয়নায় দেখে নিলাম।
এতো সুন্দর আলোচনায় সত্যিই মুগ্ধ আমি।এই রকম আলোচনা আরো ভালো লেখার আগ্রহ তৈরি করে।সাহিত্যের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবার প্রতি আমি চির কৃতজ্ঞ।এই অনুষ্ঠান আয়োজনে সাহিত্য ডট কম (তারুণ্যের স্বপ্নঘর) প্রাকৃত প্রকাশ, পিঁপড়াসবার প্রতি রইলো শুভেচ্ছা এবং শুভ কামনা !
মন্তব্য