সিলেটে লেখকদের নিয়ে 'দাঁড়াও একটু আয়ূ শিরোনামে' ১৬ টি মিনিবুক বই প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর মাছুদিঘিরপাড়স্থ ছাপাকাননে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশিত মিনিবুক অনুষ্ঠানে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ এর সভাপতিত্বে ও কবি পুলিন রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রকাশিত 'দাঁড়াও একটু আয়ূ' মিনিবুকের লেখক কবি বিধুভূষন ভট্টাচার্য, মিলু কাশেম, মাধব রায়, নাজমুল হক নাজু, ধ্রুব গৌতম, বিপ্লব নন্দী, জান্নাত আরা খান পান্না অমিতা বর্দ্ধন, মো.আলাউদ্দিন তালুকদার,। লেখক সমবায়, সিলেট'র প্রকাশনায় 'দাঁড়াও একটু আয়ূ' মিনিবুকের ১৬ টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ ও সাংবাদিক এমরান ফয়সল প্রমুখ।
মন্তব্য