গুণীজন ও বালিকণা’র শুভাকাঙ্কীদের সম্মাননা প্রদান বালিকণা ব্যান্ড এর ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪ টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গুণীজন ও বালিকণা’র শুভাকাঙ্কীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বালিকণা ব্যান্ড এর পক্ষ থেকে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ঠ লোকসংগীত শিল্পী সুষমা দাস, বিশিষ্টি নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ঠ লোকশিল্পী জামাল উদ্দিন হাসান বান্নাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
অন্যানের মধ্যে সম্মাননা স্বারক গ্রহন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় সদস্য সামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
মন্তব্য